প্রথমে যে ১২ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাফুফে


নারী ফুটবলের সংকট এখন ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় খবর। সংকট এমন পর্যায়ে গড়িয়েছে যে, ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করা সাবিনাসহ ১৮ ফুটবলারের ক্যারিয়ারই শেষ হওয়ার শংকায়। বিশেষ কমিটি সপ্তাহব্যাপী যে তদন্ত করেছে সেখানে কোচের বিরুদ্ধে মেয়েদের অভিযোগ সেভাবে গ্রহণযোগ্য হয়নি। ফলে বিষয়টি পরিষ্কার এই কোচই থাকবেন।

এখন বিদ্রোহীরা অনুশীলনে যোগ দিলে দেবেন, না দিলে দল থেকে বাদ পড়বেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ১৮ ফুটবলারকে সেই বার্তা দিয়েছেন।

বল এখন সাবিনাদের কোর্টে। তারা যদি পিটারের অধীনে অনুশীলন না করার সিদ্ধান্তে অটল থাকেন তাহলে তাদের ভবিষ্যত অনিশ্চিত। তারা ক্যাম্পে থাকবেন আর বিশ্রাম নেবেন। তাদের বাদ দিয়েই আরব আমিরাত সফরের জন্য দল তৈরির কাজ করছেন পিটার। সেটা বাফুফের সবুজ সংকেত পেয়েই।

১৮ ফুটবলার যে দিন গণমাধ্যমের কাছে আলটিমেটাম দিয়েছিলেন সেদিন পিটার ছাড়া অন্য কোনো ইস্যু তোলেননি। এমনকি বেতন কিংবা চুক্তির বিষয়ও নয়। ৩০ অক্টোবর সাবিনাদের চুক্তি শেষ হয়েছে বাফুফের সঙ্গে। তিন মাস কেটে গেছে। এ বিষয়ে বাফুফের কোনো উদ্যোগ দেখা যায়নি। হঠাৎ করেই বাফুফে মেয়েদের সঙ্গে চুক্তি নিয়ে তোড়জোড় শুরু করেছে। তাও বিদ্রোহী ওই ১৮ ফুটবলারকে বাইরে রেখে। তারা অনুশীলনে যোগ দিলে বাফুফে তাদের বিবেচনা করতে পারে। যোগ না দিলে নয়। এটা বাফুফের শেষ কৌশল। অনেকে এটাকে চাপও বলছেন।

প্রাথমিকভাবে ৩৫ জন ফুটবলারকে চুক্তির আওতায় আনার জন্য বাছাই করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে চুক্তি করা হবে ১২ জনের সঙ্গে, যারা ক্যাম্পে ছিলেন এবং অনুশীলন করেছেন। সাবিনাদের বিদ্রোহের ডাক উপেক্ষা করেছেন যারা। ১৫ জানুয়ারি বাফুফে ৩১ ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল। তার মধ্যে ১৮ জন বিদ্রোহ করেছেন কোচের বিরুদ্ধে। একজন আনাই মগিনি বিয়ে করে ফুটবল ছেড়ে দিয়েছেন। তিনি ক্যাম্পে যোগ দেননি।

প্রথম পর্যায়ে যে ১২ জনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাফুফে তারা হলেন-মুনকি আক্তার, স্বপ্না রানী, অর্পিতা বিশ্বাস, সুরভী আক্তার প্রীতি, কোহাতি কিসকু, শাহেদা আক্তার রিপা, ইয়ারজান বেগম, আকলিমা খাতুন, হালিমা আক্তার, আইরিন খাতুন, সুরমা জান্নাত ও আফঈদা খন্দকার প্রান্তি।

এদের মধ্যে সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য আছেন মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, শাহেদা আক্তার রিপা, ইয়ারজান বেগম, আইরিন খাতুন ও আফঈদা খন্দকার।

আরআই/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Register New Account
Shopping cart