শেষ হলো চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা 


শেষ হলো চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথমবর্ষ সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।  


শনিবার (২২ মার্চ) বেলা ১২টায় ভর্তি পরীক্ষায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

এর আগে সকাল ১০টার মধ্যে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন।  

‘ডি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ, আইন অনুষদভুক্ত আইন বিভাগ, উচ্চ মাধ্যমিক মানবিক শাখার শিক্ষার্থীর জন্য জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ যুক্ত করা হয়েছে এবার।


‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষার্থী ছিলেন ৬০ হাজার ৫২২ জন। ‘ডি’ ইউনিট ও ‘ডি-১’ উপ-ইউনিটে মোট আসন সংখ্যা ৯৮৮টি। আসনপ্রতি লড়েছেন প্রায় ৬০ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।


‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আলাউদ্দিন মজুমদার বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৪ হাজার পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলো ২০ হাজারের বেশি শিক্ষার্থী। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের তথ্য এখনো আমাদের কাছে আসেনি। তথ্যগুলো আসলে বলতে পারবো মোট কত শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল।


বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫

এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Register New Account
Shopping cart