এর আগে ১৯৮৮ সালে শ্যাম বেনেগাল যখন জওহরলাল নেহরুর আত্মজীবনীর ভিত্তিতে দূরদর্শনের জন্য ‘ভারত এক খোঁজ’ নামে টিভি সিরিয়াল বানিয়েছিলেন, সেখানে আওরঙ্গজেবের ভূমিকায় ছিলেন প্রয়াত অভিনেতা ওম পুরী। ‘ছাবা’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন আশুতোষ রানা, তিনি নিজেও বছর চারেক আগে ‘ছত্রশাল’ ওয়েব সিরিজে আওরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে সমালোচকেরা একমত, পর্দায় অক্ষয়ের চেয়ে ভালো আওরঙ্গজেব আর কেউই হতে পারেননি। অক্ষয় অভিনীত চরিত্রটিতে তেমন সংলাপ ছিল না কিন্তু নিজের অভিব্যক্তি দিয়েই যে নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন অভিনেতা চমকে দেওয়ার মতো। মহারাষ্ট্রে আওরঙ্গজেবকে নিয়ে পুরোনো বিতর্ক যে সিনেমা মুক্তির পর আরও বাড়বে, সেটা তাই অনুমিতই ছিল।