চকবাজারে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, আহত ২


চকবাজারে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, আহত ২

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইয়ের পর বুড়িগঙ্গা নদী সাঁতরে পালানোর সময় চাকবাজার এলাকায় গণপিটুনিতে আসিফ মুন্সী (১৮) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে।


এ ঘটনায় আহত ২ ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন, আতিক (১৮) ও জাহিদ (১৮)

শুক্রবার (২১ মার্চ) ভোরে বুড়িগঙ্গা তীরবর্তী চকবাজার চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে।  


চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সোয়াইব হাসান জানান, ভোরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জ এলাকায় ছিনতাই করছিল কয়েকজন ছিনতাইকারী। সেখানে স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করে। তখন কয়েকজন পালিয়ে গেলেও ৩ ছিনতাইকারী নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে চকবাজারের চম্পাতলী ঘাটে চলে আসে। এসময় ওপার থেকে স্থানীয় লোকজন চিৎকার করতে থাকে। ছিনতাইকারীরা চকবাজার চম্পাতলী ঘাটে ওঠলে তখন স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়।


তিনি জানান, গণপিটুনির শিকারদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায় আসিফ মুন্সী। গুরুতর আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


হাসপাতালে আসিফের মা তানিয়া বেগম জানান তার ছেলে আসিফ ইসলামপুরে কাপড়ের দোকানে কাজ করতো। তারা কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায় থাকেন। আসিফের বাবা মো. জহির রিকশাচালক।  


তিনি আরও বলেন, গতরাত সাড়ে ৯টার দিকে তার এক বন্ধুর জন্মদিনে উপলক্ষে কেরানীগঞ্জের জিনজিরা যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। এরপর আর রাতে বাসায় ফেরেনি। সকালে লোক মারফত জানতে পারি ছিনতাইকারী সন্দেহে তাদের মারধর করা হয়।


বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫

এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Register New Account
Shopping cart