
রাত আটটার দিকে রূপায়ণ টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনীতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে এই জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিবাদী দল। তিনি বলেন, বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যেকোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে।
এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ কথা বলেন।