

এশিয়ান জোনালে চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার হয়েছেন ওয়াদিফা। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা আহমেদ। সেই সঙ্গে দুটি বড় সুসংবাদ পেয়েছেন দশম শ্রেণির শিক্ষার্থী এই দাবাড়ু।
কলম্বোয় চ্যাম্পিয়ন হওয়ায় ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মহিলা মাস্টার হওয়ার গৌরব অর্জন করেছেন ওয়াদিফা। সেই সঙ্গে আগামী ৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া মহিলা বিশ্বকাপে খেলার টিকিটও পেয়েছেন তিনি।
মহিলা আন্তর্জাতিক মাস্টার হতে ২২০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন হয়। তবে এশিয়ান জোনাল কিংবা বিশ্বকাপ বাছাইয়ে ফিদে মাস্টারের কেউ চ্যাম্পিয়ন হলে তখন সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টারের খেতাব পাওয়া যায়। তখন নর্ম পূরণের শর্ত তো থাকেই না সঙ্গে রেটিং ২২০০ থেকে কমে ২০০০ হয়ে যায়। ওয়াদিফার এখন রেটিং ২০৯১।
ওয়াদিফার আগে বাংলাদেশের আরো তিনজন আন্তর্জাতিক মহিলা মাস্টার হয়েছেন। সেই তিনজনের প্রথমজন রানী হামিদের সঙ্গে আজ ড্র করে তার পাশে বসার সুযোগ পেয়েছেন ওয়াদিফা। আর বাকি দুজন হচ্ছেন শামীমা সুলতানা ও শিরিন সুলতানা।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এমএইচএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।