
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এলে রিয়াল মাদ্রিদ কোচকে এ বিষয়ে জিজ্ঞেস করা হয়। ক্লাবের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আজই শেষবারের মতো ৭২ ঘণ্টার মধ্যে খেলতে নামলাম। ৭২ ঘণ্টার বিশ্রাম না দিলে আর খেলব না। ম্যাচের সময় বদলানোর জন্য লা লিগাকে আমরা দুবার বলেছি। কিন্তু তারা কিছু করেনি। এটাই শেষ বার।’
৭২ ঘণ্টার বিরতি না থাকলে রিয়াল আসলেই কি খেলবে না জানতে চাইলে তিনি বলেন, ‘না, কোনোমতেই খেলব না।’
খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় ফিফাও দুটি ম্যাচের মধ্যে ন্যূনতম ৭২ ঘণ্টা বিরতি রেখে সূচি করার পরামর্শ দিয়ে থাকে। কিন্তু চূড়ান্ত সূচি প্রণয়নের ক্ষমতা প্রতিযোগিতা কর্তৃপক্ষের হাতে। স্পেনের লিগের খেলায় কর্তৃত্ব যেমন লা লিগার ওপর।
লা লিগা শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদের প্রধান প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও আতলেতিকো চলতি সপ্তাহে একটি দিন বাড়তি বিশ্রাম পেয়েছে। দু দল মুখোমুখি হচ্ছে আজ রোববার।
এই মুহূর্তে লা লিগা পয়েন্ট তালিকায় রিয়াল শীর্ষে আছে ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে। তবে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বার্সেলোনা দুটি ম্যাচ কম খেলেছে। আর ৫৬ পয়েন্ট নিয়ে তিনে থাকা আতলেতিকো খেলেছে ২৭ ম্যাচ।