সেনাবাহিনীতে কাজের সুযোগ


বিশেষ পেশায় (ট্রেড-২) পুরুষ ও নারী সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিনস্মিথ—এই আট পেশায় জনবল নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ চলতি মাসের ৩০ মার্চ।  

প্রার্থী নির্বাচন পদ্ধতি

স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার ওপর প্রশ্ন করা হবে। বাছাই পরীক্ষা নেওয়া হবে নির্ধারিত সেনানিবাসে। রচনামূলক পদ্ধতির লিখিত পরীক্ষায় সাধারণত ৫০ নম্বর বরাদ্দ।

এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫, গণিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ৫ নম্বরের পরীক্ষা হতে পারে। বাংলায় রচনা, ভাবসম্প্রসারণ ও ব্যাকরণের অংশ, ইংরেজির ব্যাকরণ অংশ, পাটিগণিতের ঐকিক নিয়ম, সরল বা সুদকষা এবং বীজগণিতের ধারা, মান নির্ণয়ের প্রশ্ন থাকতে পারে। সাধারণ জ্ঞানে সমসাময়িক বিষয়ে প্রশ্ন করা হয়। এ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন অষ্টম থেকে দশম শ্রেণির পাঠ্যবই থেকে।


বাছাই পরীক্ষায় করণীয়

বাছাই পরীক্ষার ৭২ ঘণ্টা আগে পরীক্ষার স্থান, সময়সূচি প্রার্থীদের মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার দিন শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও প্রবেশপত্র, চেয়ারম্যান কর্তৃক সনদ, নাগরিকত্ব বা চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের ২ কপি ছবি, সাঁতার পরীক্ষা দেওয়ার প্রয়োজনীয় পোশাক, লিখিত পরীক্ষা দেওয়ার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে রাখতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ দরকার হবে। পরীক্ষার জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতিও রাখতে হবে।



শারীরিক যোগ্যতা

কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার এন্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিনস্মিথ ট্রেডের প্রার্থীর বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী ১৭ থেকে ২০ বছর। শুধু কুক পেশার অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স এক বছর শিথিলযোগ্য। পুরুষ প্রার্থীর ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের বেলায় উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন কমপক্ষে  ৪৯.৯০ কেজি।


বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারণে ৩২ ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের বেলায় ৫ ফুট। ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারণে ৩০ ইঞ্চি। এ ছাড়া প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক, জন্মসূত্রে বাংলাদেশি ও সাঁতার জানতে হবে।


শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ থাকতে হবে কমপক্ষে ২.৫০। জিপিএ-৩ বা তার অধিক জিপিএপ্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে (ট্রেড-১)-এ স্থানান্তরের সুযোগ রয়েছে। কুক পেশায় আবেদনকারীকে রান্নায় পারদর্শী হতে হবে। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর দক্ষরা ব্যান্ডসম্যান পদে অগ্রাধিকার পাবেন। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার পদের বেলায় পেইন্টিং কাজে পারদর্শী হতে হবে। কার্পেন্টার পদের কাঠমিস্ত্রির কাজ এবং টিনস্মিথ পেশায় ঝালাইয়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা

চূড়ান্ত নির্বাচিত প্রার্থীরা ৩৬ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষণার্থীরা নিজ নিজ ট্রেডের কাজে যুক্ত হবেন। সশস্ত্রবাহিনীর বেতনক্রম অনুসারে বেতন-ভাতা দেওয়া হবে। এ ছাড়াও রয়েছে বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়নসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা।


আবেদন পাঠানোর লিংক


http://sainik.teletalk.com.bd

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫

এসআরএস



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Register New Account
Shopping cart