
স্মার্টফোনের ব্যাটারির আয়ু কমে যাওয়ার অন্যতম দুটি কারণ হলো উচ্চ তাপমাত্রা ও অতিরিক্ত ভোল্টেজ চাপ। ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ। চার্জ দেওয়ার সময় ফোনের কভার খুলে রাখা, অতিরিক্ত দ্রুত চার্জিং পদ্ধতি ব্যবহার না করাসহ গরম অবস্থায় ফোন ব্যবহার না করে সহজেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে চার্জিংয়ের সময় ব্যাটারির ওপর যে ভোল্টেজ চাপ পড়ে, সেটি পুরোপুরি এড়ানো কঠিন। স্মার্টফোনের ব্যাটারি প্রথম ৬০ শতাংশ পর্যন্ত দ্রুত চার্জ হয়, তখন ভোল্টেজও বেশি থাকে। এরপর চার্জের গতি ধীরে ধীরে কমতে থাকে এবং ব্যাটারির ওপর চাপ কিছুটা কমে যায়। মাঝেমধ্যে ফোন ১০০ শতাংশ চার্জ করলেও কোনো সমস্যা হয় না। তবে নিয়মিত করলে ব্যাটারির রাসায়নিক গঠন ক্ষতিগ্রস্ত হয়। ফলে দীর্ঘ মেয়াদে ব্যাটারির স্থায়িত্ব কমে যেতে পারে। ৮০ শতাংশ পর্যন্ত চার্জ সীমিত রাখলে ব্যাটারির ওপর ভোল্টেজের চাপ কম পড়ায় দীর্ঘদিন ব্যাটারি ভালো থাকে।