নব্বইয়ের দশকের আগে বাংলাদেশের পদ্মা-যমুনায় কালাপেট পানচিল পাখিটি খুব সহজেই দেখা যেত। কিন্তু এখন দুর্লভ। বৈশ্বিকভাবে বিপন্ন প্রায় পাখির তালিকায় এখন এর নাম। তবে এবছরের ফেব্রুয়ারিতে রাজশাহী পদ্মার চরে দেখা হয় কালাপেট পানচিলের সঙ্গে।
We will be happy to hear your thoughts