
ক্রিকেটের ওপর সুনির্দিষ্টভাবে রচিত একটি বইয়ের মতোই জীবন্ত হয়ে উঠেছিলেন ভিভ। সাবেক ক্রিকেটার ও বিখ্যাত ক্রিকেট লেখক ফ্রেড ট্রুম্যানের কল্পিত সব শট ভিভ রিচার্ডসের ব্যাট থেকে ভেসে উঠত। যদিও তাঁকে বর্ণনা করার জন্য অনেক বিশেষণ রয়েছে, তবু তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারকে সবচেয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সংখ্যা। কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো, যা তাঁকে বাকিদের চেয়ে আলাদা করেছে।
• ১৯৭৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯২ ম্যাচ খেলেছেন, ৫৫.৩৯ গড়ে করেছেন ৭০৯১ রান। সেঞ্চুরি ২২টি, ফিফটি ৩৪টি। এতেই বোঝা যায়, ওই ১২ বছরে কতটা ধারাবাহিক ছিলেন।
• ১৯৭৬ সালে টানা ১২ ম্যাচে ৫০ বা এর বেশি রান করেছেন, যা এখনো আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি টানা ফিফটির রেকর্ড।