আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম


আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

কিশোরগঞ্জ: দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, বর্তমানে আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি। আমি কোনো রাজনীতিতে নেই।

আমি কোনো দলে যোগদান করব না। নির্বাচনেও অংশ নেব না। আমি মিডিয়া জগতের লোক, মিডিয়াতে থাকতে চাই।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগা বাজারে জারা নিউ লুক জেন্টস পার্লার অ্যান্ড সেলুন উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।


হিরো আলম বলেন, আমাদের আগে জাতীয় নির্বাচন দরকার, পরে স্থানীয় নির্বাচন। আমরা সুষ্ঠু একটি নির্বাচন চাই। যাতে সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, এমন সুষ্ঠু পরিবেশ চাই।


তিনি বলেন, বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ। এ অবস্থায় মানুষ ঘর থেকে বের হয়ে বাড়িতে ফিরবে কিনা সে নিশ্চয়তা নেই। বর্তমান সরকারের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। ডাকাতি, ছিনতাই, খুন ও ধর্ষণ বেড়েই চলছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে মানুষ ঘর থেকে বের হতে পারবে না। বর্তমানে আমরা দেখতেছি পুলিশ প্রশাসনই নিরাপদে নেই।

সেখানে জনগণ কীভাবে নিরাপত্তা পাবে।


কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের আসার খবর পেয়ে সেখানে তাকে দেখতে হাজারো উৎসুক জনতা ভিড় করেন।

    

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Register New Account
Shopping cart