যশোরে শ্রমিক লীগ নেতা পান্নু ও


যশোরে শ্রমিক লীগ নেতা পান্নু  ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন গ্রেপ্তার
গ্রেপ্তার সেলিম রেজা পান্নু (বায়ে) ও মাহমুদুল হাসান সুমন

যশোর: যশোর জেলা শ্রমিক লীগের শ্রম ও কল্যাণবিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু এবং শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  


রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রেলগেট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে যশোর কোতোয়ালি থানা পুলিশ।

 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এসময় বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  


সেলিম রেজা পান্নুর বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনীর পৃষ্টপোষকতাসহ নানা অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে। তিনি যশোর শহরলাগোয়া চাঁচড়া ইউনিয়নে আওয়ামী লীগের শাসনামলে ত্রাসের রাজত্ব কায়েক করেছিলেন বলেও পুলিশের দাবি।


এছাড়া, সেলিম রেজা পান্নু শহরের চাঁচড়া রায়পাড়া এলাকাতেও একাধিপত্য কায়েক করতে সন্ত্রাসীদের মদদ দিতেন বলে অভিযোগ। তার চাঁদাবাজি, দখলদারিত্ব ও অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েন ওইসব এলাকার সাধারণ মানুষ।


পুলিশ জানিয়েছে, সেলিম রেজা পান্নু এবং মাহমুদুল হাসান সুমন ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের একদিন আগে যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর এবং অগ্নিকান্ডের সাথে সরাসরি জড়িত। তারা ওই মামলার আসামিও। তাদেরকে আপাতত এই মামলাতেই আদালতে চালান দেয়া হয়েছে।  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Register New Account
Shopping cart