শিক্ষকরা একমত হলে বেতন-পদোন্নতির সুপারিশ বাস্তবায়ন হবে


প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটি একগুচ্ছ সুপারিশ করেছে। তার মধ্যে শিক্ষকদের বেতন-ভাতা ও পদোন্নতির বিষয়টিও রয়েছে। তবে এক্ষেত্রে শিক্ষকদের মতামত নেওয়া হবে।

শিক্ষকরা একমত হলে কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, শিক্ষকদের বেতন ও পদোন্নতির ব্যাপারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কমিটির সুপারিশ বিশ্লেষণ করা হবে। তার সঙ্গে যদি শিক্ষকরা একমত হন, তাহলে সেটা বাস্তবায়ন করা হবে। শিক্ষকদের মতামত এখানে গুরুত্বপূর্ণ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটির প্রতিবেদন দাখিল পরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক শিক্ষা খুব বেশি গুরুত্বপূর্ণ। অথচ কম আলোচিত। এ কনসালটেশন কমিটির কিছু সুপারিশ আমরা নিজেরা বাস্তবায়ন করতে পারবো। কিছু সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা দরকার হবে।

এর আগে সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দেন পরামর্শক কমিটির সদস্যরা। প্রতিবেদনে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংক্রান্ত আটটি বিষয়ে শতাধিক প্রধান ও আনুষঙ্গিক সুপারিশ করা হয়েছে।

অংশীজনদের সঙ্গে মতবিনিময় ও প্রত্যন্ত অঞ্চলসহ দেশের ১১ জেলার ১২ উপজেলায় সরেজমিন পরিদর্শন করে কমিটি সুপারিশমালা তৈরি করেছে। এগুলোকে আশু, মধ্যমেয়াদে ও দীর্ঘমেয়াদে করণীয় হিসেবে ভাগ করা হয়েছে।

প্রতিবেদনে প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত করে এন্ট্রি লেভেলে (যোগদান) ‘শিক্ষক’ পদে ১২তম গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করেছে কমিটি।

একই সঙ্গে প্রধান শিক্ষকের বেতন ১০ম গ্রেডে দেওয়া ও পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা ও উচ্চতর বেতন কাঠামো বিবেচনার সুপারিশ করা হয়েছে। শিগগির এসব সুপারিশ বাস্তবায়নের তাগিদও দিয়েছে কমিটি।

এএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Register New Account
Shopping cart