যমুনায় ধরা পড়া ৩৮ কেজির বাঘাইড় ৪৮ হাজারে বিক্রি


টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ৩৮ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। সেটি পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী ফেরিঘাট বাজারে তোলা হলে স্থানীয় হালিম নামে এক মাছ ব্যবসায়ী মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ীরা জানান, ভোরে যমুনার নদীর ভাটি অংশে কয়েকজন জেলে মাছ ধরতে যান। সেখানে জেলেদের জালে বিশাল আকৃতির ওই বাঘাইড়টি ধরা পড়ে। পরে সকালে গোবিন্দাসী ঘাট মাছ বাজারে নিয়ে আসলে মাছটি দেখতে বাজারে মানুষের ভিড় জমায়। মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

যমুনায় ধরা পড়া ৩৮ কেজির বাঘাইড় ৪৮ হাজারে বিক্রি

মাছ ব্যবসায়ী ও বাঘাইড় মাছ ক্রেতা হালিম বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে জেলেরা মাছটি তুলে। পরে মাছটি উন্মুক্ত ডাকে ৪৮ হাজার টাকায় কেনা হয়েছে। মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করব।

গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে বাঘাইড় মাছটি তোলা হয়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। ডাকে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।

এআরটি/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Tags:

1 Comment
  1. Normally I do not read article on blogs however I would like to say that this writeup very forced me to try and do so Your writing style has been amazed me Thanks quite great post

Leave a reply

Daily Deals
Logo
Register New Account
Shopping cart