কলেজছাত্রী ছিনতাই ও যৌন নিপীড়নের শিকার, প্রতিবাদে সড়ক অবরোধ


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যায় অটোরিকশাযাত্রী এক কলেজছাত্রীকে যৌন নিপীড়নের পর স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রতিবাদে রাত ১০টা থেকে চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের সড়ক অবরোধ চলছিল।

প্রত্যক্ষদর্শী ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সন্ধ্যায় বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় অবস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইফতার অনুষ্ঠান ছিল। ইফতার শেষে মাইজদী এলাকার বাসায় যাওয়ার জন্য সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটার দিকে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী কলেজের সামনে থেকে চৌমুহনী-মাইজদী মহাসড়কে চলাচলকারী একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠছেন।

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Register New Account
Shopping cart