
নীলাঞ্জনা ঘোষ দস্তিদার : আসলে প্রথম দিন প্রচণ্ড নার্ভাস ছিলাম। এটাই স্বাভাবিক নয়? নতুন জায়গা, সিনিয়র ও গুণী মানুষদের সঙ্গে দেখা। কিন্তু সেখানে গিয়ে অবাক হয়েছি, সবাই এত আন্তরিক! আমাকে একবারের জন্যও মনে করতে দেননি আমি নতুন। মনে হচ্ছিল, যেন আমি তাঁদের অনেক চেনা। অনুষ্ঠানের আরেক দিন প্র্যাকটিস করছিলাম সবাই। ৪০টির মতো গানে সেদিন বাজিয়েছিলাম। প্রচণ্ড ক্লান্ত লাগছিল, চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় দেখি, স্যার আমার দিকে আসছেন। আমাকে অভিনন্দন জানান, আশীর্বাদ করেন। তারপর বলেন, ‘ওয়েলকাম টু দ্য টিম।’
প্রথম আলো :
এ আর রাহমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
নীলাঞ্জনা ঘোষ দস্তিদার : স্যারকে প্রথম দিন যেমন দেখেছিলাম, সর্বশেষ শোতেও তেমনই দেখেছি। তিনি প্রচণ্ড নিবেদিতপ্রাণ আর বিনয়ী একজন মানুষ। মনেই হয় না তিনি এ আর রাহমান, মনে হয় যেন পাশের বাড়ির কাকু। সব সময় উনি জানতে চান, প্রশ্ন করেন সবাইকে। এখনকার প্রজন্মের কাজগুলোও দেখেন, বিশ্লেষণ করেন। এই প্রজন্ম কী চায়, তা বোঝার চেষ্টা করেন। তিনি একটা প্রতিষ্ঠান।