গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৬০


গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৬০

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।  এ সময় আটকদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (১ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।  


গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, গাজীপুরের জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ যৌথভাবে টঙ্গীর মাজার বসৃ্তি এলাকায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে টঙ্গীর মাজার বস্তি এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। পরে চুরি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৬০ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে‌। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  


বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫

আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart