ঢামেকে ভয়ংকর নারী দালাল চম্পা আটক সিনিয়র


ঢামেকে ভয়ংকর নারী দালাল চম্পা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট 

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীর স্বজনদের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায় করা এক নারী দালালকে আটক করে পুলিশে দিয়েছে রোগীর স্বজনরা। আটক হওয়া ওই নারী প্রতারকের নাম চম্পা (৩৫)।

তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে রোগীর স্বজনদের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন।  

তবে হাসপাতাল থেকে সূত্রে জানা যায়, চম্পা হচ্ছে ভয়ংকর নারী দালাল। এর আগেও তার বিরুদ্ধে রোগী ভাগিয়ে নেওয়ার একাধিক নিউজ হয়েছিল।

বুধবার (১৯ ফেরুয়ারি) বিকেলে হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।


জানা যায়, সেলিমা বেগম (৪৭) নামে ব্রেন স্ট্রোক করা এক রোগীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকা থেকে ১৭ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল হাসপাতালে আসে তার পরিবার।


সেলিনা বেগমের স্বামী ইয়াজ উদ্দিন ও পরিবারের অন্য সদস্যরা অভিযোগ করে জানান, সেদিন হাসপাতালটির জরুরি বিভাগে রোগী নিয়ে আসার পর দেখা হয় হুইলচেয়ার নিয়ে দাঁড়িয়ে থাকা চম্পার সঙ্গে। তখন ওই হুইল চেয়ার করেই রোগীকে হাসপাতালে ভিতরে চিকিৎসকের কাছে নিয়ে যায় চম্পা। চিকিৎসক তার মাথার সিটিস্ক্যান পরীক্ষা দিলে চম্পা রোগীকে হাসপাতাল থেকে ভাগিয়ে নীলক্ষেত এলাকায় “হোম কেয়ার” নামে একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে রোগীকে রেখে চম্পা কৌশলে চলে আসেন। পরে ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে বিভিন্ন কারণ দেখিয়ে ৩০ হাজার টাকা বিল আদায় করে। পরে তারা সেই টাকা পরিশোধ করে রোগীকে ওইদিনই আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।


তারা জানান, আজ ১৯ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের রোগীকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। এরপর প্রতারক নারীকে তারা খুঁজতে থাকেন। এক পর্যায়ে হাসপাতাল চত্বরেই তাকে হুইলচেয়ারসহ দেখতে পান। সঙ্গে সঙ্গে নিজেরাই তাকে আটক করে হাসপাতাল পুলিশ ক্যাম্পে নিয়ে যান।  


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, বিকেলে রোগীর স্বজনরা চম্পা নামে ওই নারীকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের কাছ থেকে ওই নারী প্রতারক টাকা হাতিয়ে নিয়েছে। তবে তারা একবার অভিযোগ করছেন, ২৫ হাজার টাকা আবার বলছেন ৩০ হাজার টাকা নিয়েছে। তবে তারা ৩ হাজার টাকা নেয়ার টাকার রশিদ দেখাতে পেরেছেন। বিষয়টি হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে। পরবর্তীতে ওই অভিযুক্তকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।


শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক জানান, হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকে খবর পেয়ে চম্পা নামে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন এক রোগীর স্বজনরা। এই ঘটনায় এখনো মামলা হয়নি। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন: ঢামেকে রাতে হুইলচেয়ার নিয়ে থাকেন দালালরা, লক্ষ্য রোগীকে জিম্মি



বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫

এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart