বিগত বছরগুলোর নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া গণ-অভ্যুত্থানের ফলে দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে জট তৈরি হয়, যা এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।
এ অবস্থায় ৪৭তম বিসিএসের আবেদনের শর্ত অনুযায়ী, যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে অনার্স লিখিত পরীক্ষা সম্পন্ন করার সনদ হাতে পাবেন না, তাঁরা আবেদন করতে পারবেন না। ফলে একই শিক্ষাবর্ষের অনেক শিক্ষার্থী যেখানে বিসিএসের জন্য আবেদন করতে পারবেন, সেখানে কিছু নির্দিষ্ট বিভাগের শিক্ষার্থীরা শুধু পরীক্ষার জটের কারণে আবেদন করার সুযোগ হারাবেন। এটা স্পষ্টতই অসংগতিপূর্ণ ও বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি করছে।