জিকে শামীম ও তার মায়ের মামলার রায় পেছালো 


জিকে শামীম ও তার মায়ের মামলার রায় পেছালো 
জিকে শামীম

ঢাকা: দুদকের করা অবৈধ সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিতর্কিত ঠিকাদার ও কথিত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের মামলায় রায় ঘোষণার তারিখ পিছিয়েছে।  


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে এই মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল।

তবে রায় প্রস্তুত না হওয়ায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।  

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য জানান।  


গত ২২ জানুয়ারি এই মামলার রায়ের দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবী মামলাটি রায় থেকে উত্তোলনপূর্বক যুক্তিতর্ক শুনানির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এরপর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ৩০ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।  


মামলার বিবরণীতে জানা যায়, ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


২০২১ সালের ১৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।


বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫

কেআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart