‘আমি বাংলার গান গাই’ গাওয়ার পরে যা শুনতে হয়েছিল


‘আমি বাংলার গান গাই/ আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই’ গানটি বাঙালি জীবনের সঙ্গে জড়িয়ে আছে। গানটি শোনেননি, এমন শ্রোতা কমই আছেন। কিন্তু কীভাবে জনপ্রিয় এ গান তৈরি হয়েছে, সেটা অনেকেই জানেন না। প্রতুল মুখোপাধ্যায়ের গানটি কীভাবে লিখেছিলেন, সেটা এই গায়কের মুখেই শুনি।

বাঙালি চেতনাকে নাড়িয়ে দেওয়া এই গান নিয়ে প্রতুল মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেন, ‘১৪০০ সনের পয়লা বৈশাখে নতুন শতক অভিনন্দন জানানো হচ্ছে। কফি হাউসে একটা অনুষ্ঠান হবে। সেখানে পীযূষ কান্তি সরকার গান করবেন। আমিও গান করব। আমার মনে হলো বাংলাকে নিয়ে একটা গান লিখলে কেমন হয়। আমি অফিসের কাজ করছি। এর মাঝে আরেকটা কাগজে দুই লাইন করে একটি গান লেখার চেষ্টা করছি। বাংলাকে ফোকাস করে লিখছি। সেটা সুর দিচ্ছি। আবার কাজ করছি। এভাবেই গানটি লিখেছিলাম।’

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart