
তিনি জানান, আগে তাঁকে এমনকি ছোট পর্দাতেও এ রকম চরিত্রে দেখা যায়নি। যেখানে তাঁর লুক খুবই নান্দনিক। অলংকার, পোশাক খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। প্রসাধন, কেশসজ্জা বিশেষভাবে করা হয়েছে। বিস্ময় নিয়ে বলেন, ‘সত্যি বলতে, প্রথমে আমি আমার লুক দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর আমার বেশভূষা চরিত্রটাকে আরও গভীরতা দিয়েছে। শুটিংয়ের প্রথম দিন সাজসজ্জার পর নিজেকে আয়নায় দেখে কেমন যেন অন্য রকম লাগছিল। এ কি আমি!’