
[ad_1]
ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাবুতে গতকাল হামলা চালায় ইসরায়েল। এতে তাবুতে আগুন ধরে গেলে তিনি গুরুতর দগ্ধ হন।
এ ঘটনায় আরও দুজন সাংবাদিক নিহত হয়েছেন। তাঁরা হলেন হেলমি আল–ফাকাবি ও ইউসুফ আল–খাজানদার।
আল–ফাকাবি প্যালেস্টাইন টুডে টিভির সাংবাদিক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। গতকাল সোমবার ভোরে এ হামলা চালানো হয়।
[ad_2]