৬ ম্যাচ হাতে রেখে শিরোপা উদযাপন পিএসজির


ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম ক্লাব হিসেবে শিরোপা জয় নিশ্চিত করেছে  প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)।  


ঘরের মাঠে অঁজেকে ১-০ গোলে হারিয়ে ছয় ম্যাচ হাতে রেখেই টানা চতুর্থবারের মতো ‘লিগ আঁ’র শিরোপা জিতে নিয়েছে তারা।

 

শনিবারের এই জয়ে লুইস এনরিকের দল পয়েন্ট টেবিলে এমন এক জায়গায় পৌঁছায়, যেখানে আর কোনো দল তাদের টপকাতে পারবে না।


পিএসজির একমাত্র গোলটি করেন ১৯ বছর বয়সী উইঙ্গার ডিজায়ার ডউ। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে জানুয়ারির নতুন রিক্রুট খিচা কাভারাস্কেইয়ার নিখুঁত ক্রসে ডউ দূরের পোস্টে ভলিতে গোলটি করেন, যা তার লিগে এই মৌসুমের পঞ্চম গোল।


রেকর্ড ও পরিসংখ্যান


এই শিরোপা পিএসজির ইতিহাসে ১৩তম, যা ফ্রান্সের লিগের ইতিহাসে সর্বোচ্চ। ২০১২-১৩ মৌসুম থেকে শুরু করে এটি তাদের ১১তম লিগ জয়। দলের অধিনায়ক মার্কিনিওস ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১০টি ফরাসি লিগ শিরোপা জিতেছেন।


মার্কিনিওস বলেন, “এটা পাগলামি, আমি খুবই খুশি। এতদিন ধরে শীর্ষ দলে থাকা বড় চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য সবকিছু জেতা, এবং এই শিরোপাগুলো ইতিহাসে লেখা থাকবে। ”


দলীয় পারফরম্যান্স


প্রথমার্ধে গোল না এলেও পিএসজি পুরো ম্যাচে আধিপত্য দেখায়। গনসালো রামোস একাধিক সুযোগ তৈরি করলেও গোল পাননি। পরে কচ লুইস এনরিক একসঙ্গে তিনটি পরিবর্তন করেন, যার মধ্যে মৌসুমের সেরা স্কোরার উসমানে ডেম্বেলেকে নামানো হয়।


দ্বিতীয়ার্ধে অঁজের রক্ষণ বেশ শক্ত ছিল, কিন্তু গোলের ঘাটতি পিএসজির উল্লাসে বাধা হয়নি। ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়ামে ধ্বনিত হয়—”আমরা চ্যাম্পিয়ন”।


লুইস এনরিকের সাফল্য


গত মৌসুমে কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর অনেকেই পিএসজির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু লুইস এনরিক তার মেধা ও কৌশলে প্রমাণ করেছেন, বড় তারকা ছাড়াও দল গড়া যায়।


এই মৌসুমে তিনি লিগে মাত্র দুটি ম্যাচে হেরেছেন, এবং শিরোপা জয়ের পর খেলোয়াড়রা তাকে কাঁধে তুলে নিয়ে উদযাপন করেন। মাঠের পাশে দেখা যায় তাকে ক্লাব পরিচালক লুইস ক্যাম্পোসের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে।


পরবর্তী লক্ষ্য


এখন পিএসজির নজর থাকবে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা।  


বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫

এমএইচএম



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Register New Account
Shopping cart