অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে ঢাকার চিঠির জবাব এখনো দেয়নি দিল্লি


এদিকে ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের এক বৈঠকে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, ভারতের পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটি ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ওই বৈঠক গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। বৈঠকে এস জয়শঙ্কর জানান, প্রধানমন্ত্রী মোদি আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবেন। বিমসটেক সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটি বিবেচনাধীন।

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Register New Account
Shopping cart