
ডিসিপ্লিন মোট আটটি—আলপাইন স্কিইং, ক্রস কান্ট্রি স্কিইং, ডান্সস্পোর্ট, ফিগার স্কেটিং, ফ্লোরবল, শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং, স্নোবোর্ডিং, স্নোশুজ।। যেসব দেশে তুষারপাত হয় না, তাদের জন্য রাখা হয়েছে ফ্লোরবল, যা অনেকটা হকি খেলার মতো।
১৪ জনের এই গেমসে বাংলাদেশ থেকে গেছেন আটজন খেলোয়াড়। দলনেতা ও উপদলনেতা ছিলেন যথাক্রমে শেখ আবুল হাসেম ও কামরুন নাহার ডানা। ঘটনাক্রমে তাঁরা স্বামী-স্ত্রী।
দুজনই ব্যাডমিন্টনে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া অ্যাথলেট।
তুরিন থেকে কামরুন নাহার ডানা জানিয়েছেন, মেয়েদের একান্ত চেষ্টায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি কোচ, কর্মকর্তাসহ অন্যদেরও অভিনন্দন জানিয়েছেন।