চারদিকে জাতীয়তাবাদের উত্থান, বাংলাদেশের সাবধানতা দরকার


দেশের অভ্যন্তরে নিজেরা ঠিক থাকলে বিদেশনীতি ঠিক হয়ে যাবে বলে মনে করেন আইনজীবী আফজাল এইচ খান। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে পারলে ভূরাজনীতিসহ অন্যান্য সংকট ভালোভাবে মোকাবিলা করা যাবে।

বাংলাদেশের হুমকি বেড়ে যাচ্ছে উল্লেখ করে আফজাল এইচ খান বলেন, রোহিঙ্গা ইস্যুতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনা মোতায়েনের কথা বলেছিলেন। তখন মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিয়েছিল। এখন পরিস্থিতি বদলে গেছে। মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণ নেই দেশটির ওপর।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাচ্ছে, মন্তব্য করে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ভারত, চীনসহ সবার সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকতে হবে। কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের অন্যদের ভারতে বসে উসকানিমূলক কথাবার্তা বলা দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাধা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের (বিআইপিএস) চেয়ার সিএএফ দৌলা। তিনি সেমিনার সঞ্চালনাও করেন। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিষয়ে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র ভারতের ওপর নির্ভর করে আসছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের জাতীয়তাবাদকে বাংলাদেশের জন্য হুমকি হিসেবেও দেখছেন দৌলা।

সেমিনারে আরও বক্তব্য দেন স্টামফোর্ড ইউনিভার্সিটির উপদেষ্টা আবুল কাশেম চৌধুরী।

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart