৪০ লাখ টাকার ইয়াবাসহ পেশাদার নারী মাদক কারবারি গ্রেফতার


রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে চল্লিশ লাখ টাকা মূল্যের ১৩ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ।

গ্রেফতার নারীর নাম সুফিয়া বেগম (৬৮)।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে অবস্থান করছে। এমন তথ্যেরভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের টিম। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নারী মাদক কারবারি সুফিয়াকে গ্রেফতার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ১৩ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লাখ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সুফিয়া বেগম জানায়, সে একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এসব ইয়াবা বিক্রির জন্য সে নিজ হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।

টিটি/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart