২ থেকে ৫ টাকার সবজিও পাওয়া যায় গোলবানুর দোকানে, ছাত্রীরাই একমাত্র ক্রেতা


গোলবানু বলেন, ‘একটা ছোডো ঢেকি বাছুর (বকনা বাছুর) বাগি (ধার করে) আনছি। দোকানো মাল (তরকারি) বেঁচার মাইধ্যেই ওইখান (জমিতে) থেকে বাছুরটা লাইগ্যা ঘাসও কাডা লাগে।’

শাবিপ্রবির বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের আবাসিক শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, ‘মামির কাছ থেকে সর্বনিম্ন দুই থেকে পাঁচ টাকার সবজিও পাওয়া যায়। আমরা যেহেতু ব্যক্তিগতভাবে রান্না করি, যতটুকু সবজি বা তরকারি আমাদের প্রয়োজন, ততটুকুই নিতে পারি। এই সুযোগটুকু থাকায় ছাত্রীদের জন্য ভোগান্তি ও অর্থের অপচয় কম হয়। হলের পাশে থাকায় সময়ও কম লাগে।’

সাদিয়া আফরিন বলছিলেন, ‘মামি (গোলবানু) অনেক কষ্ট করেন। সকাল থেকে রাত পর্যন্ত তিনি এ কাজ করেন। মামা (গোলবানুর স্বামী) অসুস্থ থাকেন সব সময়। এ সময়ে এসে তিনি সংসারের হাল ধরেছেন, সেটাই অনেক বেশি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা।’

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart