১৩ মামলার আসামি জুয়েল গ্রেপ্তার


১৩ মামলার আসামি জুয়েল গ্রেপ্তার
মো. জুয়েল

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. জুয়েল (৩১) নামে এক পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা রয়েছে।


রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।


খিলগাঁও থানার বরাত দিয়ে তিনি জানান, গ্রেপ্তারকৃত মো. জুয়েল একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। খিলগাঁও এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয় ও বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সে ও তার সহযোগীরা জড়িত। মো. জুয়েলের বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও থানা, রামপুরা থানা ও কোতোয়ালি থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের ১৩টি মামলা রয়েছে। যার মধ্যে খিলগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে।


গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান মুহাম্মদ তালেবুর রহমান।


বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫

এসসি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart