হবিগঞ্জে লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগ


হবিগঞ্জে লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগ নেতাকে গণধোলাই

হবিগঞ্জ: আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় শামীম আহমেদ নামে এক আইনজীবীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


শামীম আওয়ামী লীগের স্থানীয় নেতা বলে জানা গেছে।


শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টায় জেলা শহরের কালিবাড়ি রোড এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় ওই আইনজীবীকে আটক করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে মারধর করে তারা।


খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটক করে নিয়ে যায়।


শামীম আহমেদ হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বাংলানিউজকে জানান, উত্তেজিত লোকজনের হাতে আটক হওয়ার পর শামীম আহমেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ এ নিয়ে তদন্ত করছে; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা সম্পৃক্ততা পেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।


বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫

এমজে



বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart