সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ


সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে দেশের শীর্ষ স্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।  


শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুরে অবস্থিত শিশু স্বর্গ বিদ্যা নিকেতনে ওই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা শুভসংঘের নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. নাছিম রেজা শাহ্ এতে সভাপতিত্ব করেন।  


এ সময় বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার  উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার নীলফামারীর  সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শফিকুল আলম, সাংবাদিক নজির হোসেন নজু, বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্রের সেলাই প্রশিক্ষক মো. ফারুক হোসেন ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।


অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার  উদ্যোগে এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এতে ২০ জন অসচ্ছল নারীদের সেলাই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ সুষ্ঠু ও সুচারুভাবে সম্পাদনের জন্য দক্ষ ও অভিজ্ঞ একজন সেলাই প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ইতোমধ্যে।


চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে আগামী এপ্রিল মাস পর্যন্ত তিন মাসব্যাপী প্রশিক্ষণ চলবে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার ওই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে একটি করে সেলাই মেশিন সরবরাহ করা হবে।


বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart