মানুষ কুরাইশদের কাবায় হজের জন্য সমবেত হতো বলে আবরাহা তাদের প্রতি হিংসা কাতর হয়ে পড়েছিল। আর তার পরিণতিও বড় ভয়াবহ হয়েছিল। হিংসার পরিণাম ভয়ংকর হয়। বিশুদ্ধ নিয়ত খুলে দেয় কল্যাণের দ্বার।, আল্লাহ আবরাহা ও তার বাহিনীকে আজাব দিয়ে ধ্বংস করেছিলেন; কিন্তু কুরাইশদের ধ্বংস করেননি; যদিও তারা কাবাকে মূর্তি দিয়ে ভরে ফেলেছিল। কারণ হস্তিবাহিনীর নিয়ত ছিল, কাবাকে ধ্বংস করা।
সুরার সারসংক্ষেপ:
সুরার শুরুতেই প্রথম আয়াতে ‘তুমি কি দেখনি তোমার প্রতিপালক হস্তীবাহিনীর প্রতি কী করেছিলেন’ আল্লাহ তার নবীকে বলছেন, তুমি কি দেখনি? এরপর আল্লাহ বললেন, তোমার প্রতিপালক হস্তীবাহিনীর প্রতি কী করেছিলেন? ‘কি উপায়ে’ তিনি তাদের ব্যর্থ করে দিয়েছেন বলে আল্লাহ তার বর্ণনা দিয়েছেন। আল্লাহ ওই বাহিনীকে আসহাবে ফিল বলে বর্ণনা করেছেন।
দ্বিতীয় আয়াতে তিনি কি ওদের কৌশল ব্যর্থ করে দেননি? বলতে বোঝানো হয়েছে বৃহৎ হাতি বাহিনীসহ ক্ষমতাশালী, দাম্ভিক আবরাহাকে আল্লাহ বাঁধা দেন নাই। এরপর তৃতীয় আয়াতে‘ওদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন’ আল্লাহ ছোট পাখিকে ব্যবহার করেছেন। এখানে ‘তাইরন’ পাখিকে বোঝানো হয়েছে। চতুর্থ আয়াত অনুযায়ী ‘যারা ওদের ওপর কঙ্কর ফেলেছিল।’