সুন্দরবনে ৩ বাঘের দেখা পেলেন পর্যটকরা,


সুন্দরবনে ৩ বাঘের দেখা পেলেন পর্যটকরা, তুললেন ছবি

বাগেরহাট: সুন্দরবন ভ্রমণে গিয়ে একসঙ্গে তিনটি বাঘের দেখা পেয়েছেন দর্শনার্থীরা।


রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের কটকা অভয়ারণ্য এলাকার বেতমোড় খালে এবং খাল সংলগ্ন বনে বাঘগুলোকে দেখতে পায় পর্যটকবাহী লঞ্চ এম,ভি আলাস্কার দর্শনার্থীরা।

তারা  মোবাইল ফোন দিয়ে বাঘগুলোর ছবি তোলেন। সুন্দরবনের অভ্যন্তরে মোবাইল ফোনের নেটওয়ার্ক স্বাভাবিক না থাকার কারণে বিষয়টি সোমবার (২০ জানুয়ারি) বিকেলে জানাজানি হয়।  

বাঘের দেখা পাওয়া পর্যটকবাহী লঞ্চ এম,ভি আলাস্কা-এর পর্যটক গাইড মো. আলামিন মুঠোফোনে বলেন, ওইদিন দুপুরে আমাদের লঞ্চ কটকার বেতমোড় খালের কাছে আসার পরই একই জায়গায় তিনটি বাঘের উপস্থিতি দেখতে পান পর্যটকরা। বাঘ তিনটির ছবিও তোলেন দর্শনার্থীরা।


তিনি আরও বলেন, বাঘগুলো অনেক সময় ধরে ওই এলাকায় ছিল। কটকা অফিস পাড় থেকে দুটি বাঘ এবং বেতমোর নদী পেড়িয়ে একটি বাঘ এসে একত্র হয়েছিলো। কিন্তু বেতমোড় এলাকা থেকে আসা বাঘটিকে অপর দুটি বাঘ আক্রমণ করে প্রথমে নদীতে ফেলে দেয়। নদীতে পড়ে যাওয়া বাঘটি অনেকক্ষণ ধরে পানিতে ভাসতে ছিলো। পরে সাঁতরে উঠে বাঘটি বনের মধ্যে পালিয়ে যায়।


পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েবুর রহমান সুমন বলেন, কিছুদিন আগে কটকার বাদামতলা এলাকায় টহলের সময় এক সঙ্গে চারটি বাঘ দেখেছিলাম। এবার পর্যটকবাহী একটি লঞ্চের দর্শনার্থীরা একসঙ্গে তিনটি বাঘ দেখতে পেয়েছেন বলে আমাদের জানিয়েছেন। চোরা শিকারির সংখ্যা কমে যাওয়া এবং বাঘ তার সুস্থ আবাসস্থল ফিরে পাওয়ায় সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন এ কর্মকর্তা।


এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায়  একসঙ্গে তিনটি বাঘ ২০ ঘণ্টা ধরে অবস্থান করছিল। তখনও বনরক্ষীরা বা তিনটির ছবি ও ভিডিও ধারণ করেছিলেন। বাঘের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।



বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart