বিজিবি সূত্র জানায়, বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপির সদস্যরা আজ সকালে অভিযান চালান। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আরজে পাওয়ার ব্যাটারি, চিনি, গরু, মহিষ, প্রসাধনসামগ্রী, চকলেট, জিরা, কম্বল, কমলা, ফুচকা, মদ, বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে নেওয়া শিং মাছ জব্দ করা হয়।