সাতক্ষীরায় ধানক্ষেতে উঠছে গ্যাস


সাতক্ষীরার তালায় ধানক্ষেতে উঠছে গ্যাস। যা দেখতে ভিড় করছে মানুষ। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের একটি ক্ষেতে বোরিং করার সময় পাইপ দিয়ে গ্যাস উঠতে থাকে।

এসময় শ্রমিকরা পরীক্ষার জন্য তাতে আগুন ধরিয়ে দেয়। সেই থেকেই পাইপের মুখে অনবরত জ্বলতে থাকে আগুন।

স্থানীয়রা জানান, কলাগাছি গ্রামের এক কৃষক ধানক্ষেতে সেচ দিতে একটি অগভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। পাঁচটি পাইপ বসানোর পরপরই ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। এ খবর ছড়িয়ে পড়লে অনেকেই ভিড় করেন তা দেখার জন্য।

এদিকে খবর পেয়ে তালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়।

তালা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. ওবাইদু্ল্লাহ জাগো নিউজকে বলেন, গ্যাস উদীরণ হওয়া স্থানটি মাটিচাপা দেওয়ার পরও সেখান থেকে অল্প অল্প গ্যাস বের হচ্ছে। এজন্য ওই এলাকায় কাউকে ভিড় করতে নিষেধ করা হয়েছে।

তালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরদার আব্দুল হান্নান জানান, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা না আসা পর্যন্ত গ্যাস উদীরণ হওয়া স্থানটি ঘিরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় কাউকে ধূমপান বা আগুন জ্বালাতে নিষেধ করা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart