কুষ্টিয়াতেও মেতেছিল শিক্ষার্থীরা
কনকনে শীতের মধ্যেই গতকাল কুষ্টিয়ায় হয়ে গেল আঞ্চলিক গণিত উৎসব। সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) মিজানুর রহমান, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক এ এস এম মুসা কবির।
উদ্বোধনী পর্বে শিক্ষার্থীদের উদ্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, গণিত ও বিজ্ঞানে যে জাতি যত বেশি অগ্রসর, সে জাতি তত বেশি উন্নত। গণিত বিজ্ঞানের ভাষা, যুক্তির ভাষা। জাতির অগ্রগতি ও উন্নয়নের জন্য গণিতের বিকল্প নেই।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ও প্রথম আলোর কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান। আয়োজনে সহযোগিতা করে প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভা।