![](https://reviewer4you.com/wp-content/uploads/2025/02/prothomalo-bangla2F2025-02-082Ffhlugc8c2FRangpurDH049420250208IMG-20250208-WA0020.jpg)
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করা হয়েছে। এই হল দুটির নতুন নাম দেওয়া হয়েছে যথাক্রমে ‘বিজয় চব্বিশ হল’ ও ‘শহীদ ফেলানী হল’।
আজ শনিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সভা শেষে সন্ধ্যা সাতটার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শওকাত আলী।
শওকাত আলী সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার পরিবারের নামে যেসব স্থাপনা আছে, সেগুলোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা পরিবারের নামে দুটি হল ও একটি গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে শেখ মুজিবুর রহমান হল ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামকরণ পরিবর্তন সিন্ডিকেট সভা অনুমোদন করেছে। ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের নামকরণ পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন।