রাস্তার কাজ না করেই বিল তুলে নেওয়ার অভিযোগ


রাস্তার কাজ না করেই বিল তুলে নেওয়ার অভিযোগ

খুলনা: কাজ না করেই দুই লাখ টাকার বিল উত্তোলন করে নিলেন ঠিকাদার। এ নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

যেটি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে খুলনা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর ওপর।

লিখিত অভিযোগে বলা হয়, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাধীন আরাজি-সাজিয়াড়া হাবিবুরের বাড়ি হতে হারুন বিশ্বাসের বাড়ি অভিমুখী রাস্তা নির্মাণ প্রকল্পটি ডুমুরিয়া উপজেলা প্রকৌশলীর আওতাধীন। দু’লাখ টাকার ইটের সলিং দেওয়ার ওই রাস্তাটির কাজে নাম সর্বস্ব কাজ করা হয়। শুধু পুরাতন ইট দিয়েই দু’পাশে হ্যাজিং ও বালু না দিয়েই কাজটি শেষ করা হয়। বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলী অফিসে খোঁজ নিতে গেলে জানা যায়, কাজ না করেই বিল তুলে নিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান সরোয়ার হোসেন নামে ওই অভিযোগকারী।


এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ.দা.) আবু সালেহ মো. হানিফ স্বাক্ষরিত গত ৬ জানুয়ারির এক পত্রে অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণপূর্বক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।


খুলনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুল সরদার বিষয়টি তদন্ত করছেন। তবে এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।  


বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫

এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart