নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে টেঁটাযুদ্ধে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ রোববার সকাল আটটার দিকে শুরু হওয়া দুই পক্ষের এই টেঁটাযুদ্ধ এখনো চলছে।
দুই পক্ষের সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। তিনি জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যরা ঘটনাস্থল বাঁশগাড়ীতে যাচ্ছেন। এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। পুরোপুরি নিশ্চিত হতে আরও সময় লাগবে।