রক্তপাত এড়াতে তদন্তকারীদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি: ইউন


দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ ইউন সুক-ইওলের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ‘কার্যকর’ করা হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে পরিচালিত দুর্নীতির তদন্তকারী দপ্তরের (সিআইও) বরাতে এ কথা জানানো হয়েছে।

গ্রেপ্তারের পর রাজধানী সিউলের মধ্যাঞ্চলের প্রেসিডেনশিয়াল বাসভবন থেকে ইউন সুক-ইওলকে বহনকারী একটি গাড়িবহর বের হয়। কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে সিউলের দক্ষিণাঞ্চলে গোওচেয়ন এলাকায় সিআইওর দপ্তরে নেওয়া হয়েছে। গাড়িবহরের পুরো যাত্রাপথ স্থানীয় সংবাদমাধ্যমগুলো সরাসরি সম্প্রচার করে।

গ্রেপ্তার হওয়ার আগে এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে ইউন সুক-ইওল বলেন, ‘এটা অবৈধ তদন্ত। কিন্তু আমি অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে সিআইওর তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর অর্থ এটা নয় যে আমি তাঁদের তদন্তের অনুমোদন দিয়েছি।’

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart