যুগান্তরের সম্পাদক হিসেবে যোগ দিচ্ছেন কবি


যুগান্তরের সম্পাদক হিসেবে যোগ দিচ্ছেন কবি আবদুল হাই শিকদার
কবি আবদুল হাই শিকদার

ঢাকা: দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক হিসেবে যোগ দিচ্ছেন কবি আবদুল হাই শিকদার।


শনিবার (১১ জানুয়ারি) বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।


এ সময় কবি আবদুল হাই শিকদার বলেন, ‘দৈনিক যুগান্তর পত্রিকায় সম্পাদক হিসেবে যোগ দেওয়ার যাবতীয় অফিসিয়াল কাজ সম্পন্ন হয়েছে। আশা করি দু-একদিনের মধ্যে যোগদান করব। ’ 


দৈনিক যুগান্তর পত্রিকা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যুগান্তর শব্দের শাব্দিক অর্থ ও তাৎপর্য অনেক বেশি। সুতরাং এর চিন্তাধারা ও পরিকল্পনা অনেক বেশি।  


তিনি আরও বলেন, আমি চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষায় দেশের জনগণ যেটি প্রত্যাশা করে, দৈনিক যুগান্তর পত্রিকাকে সেই জায়গায় নিয়ে যেতে চাই।


আবদুল হাই শিকদার দেশের একজন খ্যাতনামা কবি ও সাহিত্যিক। তিনি এর আগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫

টিএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart