উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ নিরাপত্তার অভিযোগ তুলে টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে চাপ দিয়ে আসছে। টিকটক কর্তৃপক্ষের পক্ষ থেকে এ নিয়ে আপিল করা হয়। গত বছর বাইটড্যান্সকে মার্কিন কোনো মালিকের কাছে টিকটক ১৯ জানুয়ারির মধ্যে বিক্রি করতে বলা হয়। কিন্তু তা করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার সুপ্রিম কোর্ট টিকটক নিষিদ্ধের আইনটি বহাল রেখেছেন। এ ক্ষেত্রে ৯ জন বিচারক সর্বসম্মতিক্রমে এ আদেশ দেন।
আদালত মতামত দেন, ১৭ কোটি যুক্তরাষ্ট্রের নাগরিকের জন্য টিকটক স্বতন্ত্র এবং সম্পৃক্ততার মাধ্যম। কিন্তু কংগ্রেস দেখেছে, এর ডেটা সংগ্রহের পদ্ধতি এবং বিদেশি প্রতিপক্ষের সঙ্গে সম্পর্কের বিষয়ে জাতীয় নিরাপত্তা উদ্বেগ রয়েছে।