মির্জা ফখরুলের আশ্বাসে হরতাল প্রত্যাহার করলো বিএনপি


সম্মেলন স্থগিত হওয়ার জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির ডাকা অনির্দিষ্টকালের হরতাল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা।

শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় হরতাল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান।

তিনি জানান, মহাসচিবের সুষ্ঠু সমাধানের আশ্বাসে হরতাল প্রত্যাহার করা হয়েছে। তবে মহাসচিবের সঙ্গে কী কথা হয়েছে তা তিনি জানাননি।

ভোর সাড়ে ৫টা থেকে ৬ ঘণ্টার হরতালে উপজেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেন হরতাল সমর্থনকারীরা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা। বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা কোচের যাত্রী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়েন।

মির্জা ফখরুলের আশ্বাসে হরতাল প্রত্যাহার করলো বিএনপি

এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির কাউন্সিল বন্ধ করে জেলা বিএনপি। এর জেরে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ।

দীর্ঘদিন পর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের সম্মেলনের তারিখ ঘোষণা করে উপজেলা বিএনপি। শনিবার জেলার বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করে ইউনিয়ন বিএনপি। কিন্তু সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে হঠাৎ জেলা বিএনপি সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেয়। জেলা বিএনপির এমন সিদ্ধান্তের প্রতিবাদে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন প্রার্থী ও ভোটাররা। অনির্দিষ্টকালের জন্য তারা হরতালের ডাক দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।

তানভীর হাসান তানু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart