ঢাকা থেকে আসা একজন ভক্ত বলেন, ‘৪০ বছর ধরে এই মাজারের মাহফিলে আসি; কিন্তু এবারের মতো পরিস্থিতি আর কখনো হয়নি। এখানে অন্যায় কিছু হয় না। কিন্তু অহেতুক ওরস বন্ধের দাবি করছে একটি পক্ষ।’
মাজার কমিটির সদস্য স্থানীয় মনির উদ্দিন জানান, ওরস উদ্যাপনে জেলা ও পুলিশ প্রশাসনের কাছে ৫ জানুয়ারি লিখিতভাবে আবেদন করা হয়। এত বছর ওরস উদ্যাপনে কোনো বাধা আসেনি; কিন্তু এবার স্থানীয় কয়েকজন হুজুর এটি বন্ধ রাখতে বলছেন। মাজার ভাঙার হুমকি দিচ্ছেন। এরপরও তাঁরা যেকোনো মূল্যে ওরস করবেন।
মাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম ফকির প্রথম আলোকে বলেন, ‘৫০ বছর ধরে ওরসটি চলছে। দেশজুড়ে ওরস হলেও আমাদের নিরীহ পেয়ে ওরস বন্ধের পাঁয়তারা করছেন হুজুররা।’