ভোটকেন্দ্রে জামায়াতকর্মী হত্যা মামলায়


ভোটকেন্দ্রে জামায়াতকর্মী হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল হক সরদারসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।


বুধবার (২২ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মারুফ হাসান জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে সন্ধ্যায় তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

জহুরুল হক গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।


অপর আসামি তার শ্যালক ও সুন্দরগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মারুফ হোসেন বাদল।


রাতে মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জাহিদ হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।  


তিনি জানান, জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যার অন্যতম আসামি জহুরুল হক সরদার ও তার শ্যালক মারুফ হোসেন বাদল হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আজ গাইবান্ধা জেলা জজ আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসানের আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন আবেদন করেন। পরে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২০২৪ সালের ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে মামলা দায়ের করেন।


বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart