ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৭ বাংলাদেশি নিখোঁজ


ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৭ বাংলাদেশি নিখোঁজ

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে ৭ বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার হয়েছেন দুজন বাংলাদেশি।


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, লিবিয়ার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়, লিবিয়ার ত্রিপলি হতে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্র উপকূলবর্তী শহর জাওয়াইয়া হতে অবৈধভাবে ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি নৌকা ভূমধ্যসাগরের মাঝপথে দুর্ঘটনায় পতিত হয়। নৌকাটি গত সপ্তাহে লিবিয়া উপকূল ছেড়ে যায় বলে ধারণা করা হয়।


এ ঘটনায় ৩৭ জনকে জীবিত ও ১৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জীবিত উদ্ধারকৃতদের মধ্যে ৩৫ জন পাকিস্তানি অভিবাসী ও দুজন বাংলাদেশি অভিবাসী। মৃত উদ্ধারদের সবাই পাকিস্তানি অভিবাসী বলে ত্রিপলীস্থ পাকিস্তান দূতাবাস কর্তৃক নিশ্চিত করা হয়েছে।


নৌকাটিতে ৬৩ পাকিস্তানি, ৯ বাংলাদেশি ও দুজন মিশরীয় নাগরিক ছিল বলে জানা যায়। জীবিত উদ্ধার দুজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বির আল গানাম জেলখানায় স্থানান্তর করা হয়েছে। এ দুর্ঘটনার পর সাতজন বাংলাদেশি নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হয়।


তিনি আরও বলেন, ঘটনাটি জানার পরপরই দূতাবাসের পক্ষ থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) আঞ্চলিক পরিচালক, কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট থানাসহ বিভিন্ন পর্যায়ের দপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। জীবিত উদ্ধার বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাতের জন্যও দূতাবাস হতে প্রচেষ্টা চালানো হচ্ছে।


বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

টিআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart