ভূঞাপুরে যমুনায় ধরা পড়লো ৩৮ কেজির বাঘাইড়


ভূঞাপুরে যমুনায় ধরা পড়লো ৩৮ কেজির বাঘাইড়
৩৮ কেজির বাঘাইড়

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ। পরে সেটি স্থানীয় বাজারে বিক্রি করা হয়।

 

শনিবার (২৫ জানুয়ারি) উপজেলার গোবিন্দাসী ঘাট মাছ বাজারে বিক্রির জন্য মাছটি তোলা হয়। পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী হালিম ৪৮ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।


জানা যায়, ভোরে যমুনার নদীর ভাটি অংশে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় কয়েকজন জেলে মাছ ধরতে যান। একপর্যায়ে জালে বিশাল আকৃতির বাঘাইড়টি আটকা পড়ে। পরে মাছটি ধরে সকালে গোবিন্দাসী ঘাট মাছ বাজারে নিয়ে আসেন তারা। বিশাল আকৃতির মাছটি দেখতে ভিড় জমে বাজারে। মাছটি উন্মুখ ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।


মাছ ব্যবসায়ী হালিম জানায়, বিশাল আকৃতির মাছটি এখনও নড়াচড়া করছে। ৪৮ হাজার টাকায় কেনা মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করা হবে।


গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু বলেন, ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। সকালে মাছটি এই বাজারে তোলা হলে ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়।  


বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart