ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির দুই কনস্টেবল গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭ রাউন্ড শটগানের গুলি (কার্তুজ), ২৭ পিস ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দুই কনস্টেবলকে আটক করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। এরআগে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে শহরের কাউতুলী থেকে জেলা ডিবির একটি দল তাদের আটক করে সদর মডেল থানায় হস্তান্তর করে। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতাররা হলেন জেলা ডিবির কনস্টেবল শাখাওয়াত হোসেন ও সোহরাব হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোছাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার দুই কনস্টেবলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। বাসা তল্লাশি করে ৬৭ রাউন্ড কার্তুজ, ২৭ পিস ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল পাওয়া যায়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

Daily Deals
Logo
Shopping cart